শিক্ষাবৃত্তি

শিক্ষাবৃত্তি

24 Apr, 2022

জান্নাত, সড়ক দূর্ঘটনায় মাকে হারিয়েছে সেই ছোট্ট বেলায়। এরপর বাবাকে আঁকড়ে ধরে বড় হওয়া। অত্যান্ত মেধাবী জান্নাত সুযোগ পায় গাজিপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে কিন্তু মেডিকেল ভর্তির দ্বিতীয় বছরেই বাবা জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। অন্ধকার নেমে এলো জান্নাতের জীবনে। এখন ভরসা একমাত্র ভাই যে কিনা কিন্তু বাবার ঋণ শোধ করতে বাড়ি ভিটা বিক্রি করতে বাধ্য হয়। পড়াশোনা চলমান রাখতে টিউশনি শুরু করতে বাধ্য হয় জান্নাত। টিউশনি করে মেডিকেলের পড়ালেখা করা বেশ কঠিন তারপরও মাসের সবটুকু খরচ নির্বাহ হয় না টিউশনির টাকায়। জয়পুরহাটের মানবিক প্রতিষ্ঠান এসো সংস্থার একজন শাখা ব্যবস্থাপক তথ্য দিলেন এমন মানবিক কাজে অংশগ্রহণের যদিও সংস্থাটি এমন কাজ করে প্রতিনিয়ত। তথ্যের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে শিবগঞ্জ উপজেলা চত্ত্বরে বগুড়া জেলার সম্মানিত জেলা প্রশাসক এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে উক্ত শিক্ষার্থীকে ৫০০০ টাকার চেক প্রদান করা হয় যা চলমান থাকবে তার শিক্ষাজীবন শেষ হওয়া অবধি।