১৫ আগস্ট জাতীয় শোক দিবস

১৫ আগস্ট জাতীয় শোক দিবস

03 Apr, 2022

এসো’র পক্ষ্য থেকে “জাতীয় শোক দিবস-২০২৩” উপলক্ষ্যে কর্মসূচি সমূহ-
০১) আগস্ট মাস জুড়ে সকল স্টাফ কালো ব্যাচ ধারণ। 
০২)  আগষ্ট মাস জুড়ে সরকার কর্তৃক ডিজাইনকৃত ব্যানার প্রধান কার্যালয় ও সকল শাখা অফিসেদৃশ্যমান স্থানে টানানো।
০৩)  জাতীয় শোক দিবসের দিন অর্থাৎ ১৫ আগষ্ট ২০২৩ খ্রি. তারিখ দিনের শুরুতে সংস্থার প্রধান কার্যালয় সহ সকল শাখা সমূহের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

০৪) এমআরএ কর্তৃক নির্দেশিত তালিকা হতে ৩ টি চারা প্রধান কার্যালয় ও শাখা অফিসে সুবিধাজনক স্থানে বৃক্ষ রোপণ। 
০৫) উক্ত দিনে প্রধান কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীগণের সমন্বয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রমাণ্যচিত্র প্রদর্শন ।
০৬) ০১-৩১ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ সরবরাহ। 
০৮) ০১-৩১ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত শিশু কিশোরদের নিয়ে আলোচনা সভা, কবিতা আবৃতি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত এবং দোয়া মাহফিলের আয়োজন ও পুরস্কর বিতরণ।